দশটি কোম্পানি গোপনে বিশ্ব ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে। - Eagle Eyes

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 19, 2018

দশটি কোম্পানি গোপনে বিশ্ব ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে।

চলুন আপনাকে একটা প্রশ্ন করি, কারা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে? কোন কোম্পানি সবচেয়ে বেশি পন্য উথপাদন করে। অথবা পৃথিবীর সবচেয়ে বেশি ব্রায়েন্ড ব্যালুর কোম্পানি কোনটি। 



১০.  Monsanto
Monsanto হচ্ছে আমেরিকান জায়েন্ট কৃষি এবং বায়ু টেকনোলজিতে একমাত্র রাজা,  যাদের আনুমানিক সম্পদের পরিমান হচ্ছে  ৫৬ বিলিয়ন ডলার। শুধু মাত্র মন্সান্টুর হাতে রয়েছে পুরো আমেরিকার সিডস মার্কেটের নিয়ন্ত্রণ। আমেরিকায় ৮০% ভুট্টা উতিপাদনে কম্পানিটি সরাসরি জরিত। ভুট্টা থেকে তারা তৈরি করে গ্যাস, গ্লূ, মেকাপ শপ, টুথপেস্ট, এস্পেরিন, ডিস্পেরস এবং হাউস ব্রিক।

০৯. pearson
পেয়ারসন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা বিষয়ক সামগ্রি প্রকাশক, যা লন্ডন বেসড একটি কোম্পানি। ৭০ টির বেশি ভিন্ন ভিন্ন দেশে এদের কার্যক্রম পরিচালিত আছে। এদের সংযুক্ত প্রকাশকদের মধ্য প্রায় সবগুল আপনার অচেনা হতে পারে, যেমন penguin, harcourt, prentice hall, এরা সরাসরি আমেরিকার শিক্ষা ব্যাবস্থার সাথে যুক্ত, আপনাকে পেয়ারসনের ডিজাইন করা কারিকুলামে পড়াশোনা করতে হবে, এবং সেখানের শিক্ষকরাও পেরাসনের দ্বারা সারটিফাইড হতে হয়। কোন ধরনের অনুমতি ছাড়া পেয়ারসন তাদের পন্যের দাম যেকোনো সময় বারিয়ে নিতে পারে, পেয়ারসনের উপর সরকারের তেমন কোন নিওন্তর নেই। এবং কেউ তাদের কোন প্রকার বাদা দিতে পারেনা। যার ফলে শেষ কয়েক বছর ধরে কলেজের টিউশান ফি ও অনেক বেড়ে গেছে। হাফিংটন পোস্টের মতে সর্বশেষ ৩০ বছরে পাঠ্য বইএর দাম ৮১২% বেড়েছে। 

০৮. ICBC
আপনি যদি পৃথিবীর সেরা ১০ টি ব্যাংক এর সম্পদ এক করেন তবে প্রায় যে সম্পদের পরিমান দারাবে তা প্রায়, ২৫.২ ট্রিলিয়ন ডলারের সমান। যা পৃথিবীর অনুন্নত দেশের দারিদ্রতা দূর করেতে যথেষ্ট। the indrustrial and commurcial bank of china কোন সন্দেহ ছারাই পৃথিবীর সেরা ব্যাংক। ব্যাংকটির আছে ৩.২ ট্রিলিয়ন ডলারের সম্পত্তি, এবং মার্কেট ব্যালু হচ্ছে প্রায় ২১৫.৬ বিলিয়ন ডলার। শুধু মাত্র এন্টারটিকা ছাড়া ব্যাংকটির কার্যক্রম পৃথিবীর সব মহাদেশে চালু আছে। এবং তারা তাদের নিয়ন্ত্রণ  বৃদ্দি  করছে অন্যান্য ব্যাংকের মাধ্যমে যেমন… tekstil bank, Turky, standard bank, south africa. 



0৭. pfizer
আন্টিবায়টিক, পেইন কিলার, এবং ভিটামিন সাপ্লিমেন্ট এর বাজার দিন দিন অনেক বেড়েছে, আগামী ২০২২ সালের মধ্যে এই বাজার ১.১২ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। বড় বড় কোম্পানি গুলোই মূলত এই বাজারের সবচেয়ে বড় কর্তা। যেমন ফাইজার এর কথা ই বলা যায়, ফাইজার আমেরিকান একটি আন্তর্জাতিক ফার্মাসিটিকেলস কোম্পানি,  যারা প্রতি বছর প্রায় ৪২ বিলিয়ন ডলার এর মতো আয় করে শুধু ঔষধ বিক্রি করেই। তারা প্রায় ১৫৫ দেশের কাছে তাদের উদ্ভাবন করা ঔষধ গুলো বিক্রি করে থাকে। কম্পানিটি ২০১৬ সালে ১০০ মিলিয়ন ডলার জরিমানা গুনেছে শুধু অবইধ ভাবে ঔষধের দাম বারিয়ে। এর পর ও কম্পানিটির বিশ্ব ব্যাপী বাজার নিয়ন্ত্রণ কমেনি, তাদের সহ প্রতিষ্ঠান হচ্ছে বিশ্ব বিক্ষাত লিস্টারিন, সুডাফেড,  এবং কিছু সংখ্যক এনিমেল হেলথ ঔষধ। 


০৬. Inbev
পাশ্চ্যাতের প্রায় প্রতিটি দেশেই এলকোহল সেবন এখন খুব সাধারন বিষয় হয়ে দাঁড়িয়েছে, সমিক্ষায় দেখা গেছে শুধু আমেরিকায় ৯০০০০ মানুষের মৃত্যু হয় এলকোহল সেবনের ফলে সৃষ্ট রোগে। এসব এলকোহল জাতীয় পানীয় উৎপাদনে একটি মাত্র কোম্পানি যথেষ্ট, জেটি হচ্ছে, ইনবেভ। কোম্পানিটি আমেরিকার প্রায় ৩৪% বার মার্কেট দখল করে আছে, এবং প্রতি বছর প্রায় ৩.৪ বিলিয়ন ডলার তারা আয় করে। stella artois, Budweiser Beckis and Corona,  মতো কোম্পানি গুলো ইনবেভের।


০৫. lockheed Martin
প্রতিবছর সারা পৃথিবী জুড়ে প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম  বিক্রয় হয়ে থাকে, সামরিক শক্তির দিক থেকে উন্নত, এবং উন্নয়নশীল দেশগুলো হচ্ছে লকিড মারটিনের সবচেয়ে বড় কাস্টমার। লকিড মারটিন পৃথিবীর সবচেয়ে মিলিটারি অস্র উৎপাদন কারী প্রতিষ্ঠান,  কম্পানিটির রয়েছে প্রায়, ১৩০০০০ কর্মী। শুধু অশ্র উৎপাদন করে তারা প্রতিবছর আয় করে প্রায়, ৭৩ বিলিয়ন ডলার। চিন রাশিয়া ছাড়া প্রায় সব দেশ ই কম বেশি তাদের জাতীয় নিরাপত্তা বাহিনির সরঞ্জামের জন্য লকিড মারটিনের উপর নিরবরশিল। এছাড়া লকিড মারটিন আমেরিকার সবচেয়ে বড় সরকারি কন্ট্রাক্টার। কম্পানিটি তাদের উৎপাদিত অশ্র বিক্রি করে জার্মানি, ভারত, ইসরাইল, জাপান, ইউকে, সৌদি আরব, সহ আরও অনেক দেশের কাছে। 


০৪. Netsle 
নেস্লের রয়েছে ৮৫০০ পন্য, সারা পৃথিবীর প্রায় ৮০ টি দেশ জুড়ে তাদের ব্যাবসা ছড়িয়ে আছে। এর মাঝে এমন কিছু কোম্পানির নাম রয়েছে যা হয়তো আপনি ভুলেও ভাবেন্নি এটি নেস্লের পন্য বা তাদের কোম্পানির পন্য। মিল্কি বার, কিট কাট, এরো, এবং কিছু চকলেট পন্য রয়েছে যেমন, হট পকেট, পিউরিনা, গারবার বেবি, ইত্যাদি,   এই নামগুলো আপনার পরিচিত নেসলে পন্য।
নেসলে উৎপাদন করে প্রায় ২৪% কস্মেটিক পন্য, তার মধ্য লরিয়াল সবচেয়ে বড় ব্রেন্ড, এছাড়া গারনিয়ার, বডিশপ, মেবেলিন,  নেসলে একমাত্র বড় কোম্পানি যা আপনার আমার চিন্তার বাইরে, কিলগস (kelloggs) নিজের কিছু ব্র্যান্ড আছে যেমন,  ইগু, প্রিংলেস, চীজ,  আবার পেপসিকো ব্রেন্ড হচ্ছে, কোয়াকার অট্মেল, চিটস, ট্রপিকানা। এবং ক্রাফটের মালিকানায় রয়েছে, অরিওস, ভিজমিট এবং কেটবেরি থেকে  ডেরিলে। 


০৩. quantum computer inc
পুরো পৃথিবীর আইটি  ইন্ডাস্ট্রি ২টা ভাগে বিভক্ত,  উইন্ডোজ এবং মেক, আমরা যখনি কোন কম্পিউটার কিনতে যাই খুব ভালো ব্র্যান্ডের পন্যটাই খুজি, বাজার  তন্ন তন্ন করে খুজে আমরা দিন শেষে আমরা হয়তো একটি কম্পিউটার নিয়ে ঘরে ফিরি, কিন্তু এটা আসলে কোন ব্যাবধান তৈরি করে না। কারন মেক, ডেল, এইছপি, সনি, টশিবা, এই সবগুলো কোম্পানির মালিক কোয়ান্টাম কম্পিউটার ইঙ্ক। ১৯৮৮ সালে কোয়ান্টাম প্রতিষ্ঠিত হয় তাইওয়ানে, যারা উৎপাদন করতো নোটবুক কম্পিউটার এবং অন্যান্য হার্ডইয়য়ার।  কোম্পানিটি বিশ্ব  ব্যাপি প্রায়  ৩০% নোটবুক উতপাদনের মার্কেট সেয়ার এর সাথে জরিত।  এছাড়া কম্পানিটি সারা বিশ্ব জুড়ে মোবাইল কমিউনিকেশান জিপিএস সিস্টেম, ব্যাবসার সাথে জরিত।  এক জরিপে দেখা গেছে ইউরোপ এবং আমেরিকার সাধারন মানুষের প্রতিদিনের ব্যাবহারের প্রায় ৭০%  এই কম্পানিটি উৎপাদন করে থাকে। 


০২. Disney
গেলো কয়েক বছরে কিনে নিয়েছে বেশ কিছু হাই প্রফাইল চলচিত্র প্রউস্তুত কারী কোম্পানিকে। তার মদ্ধ্য উল্লেখ জুগ্য হচ্ছে, Marvels Entertainment 2009, Lucasfilm in 2012, যার জন্য কম্পানিটিকে খরচ করতে হয়েছিল প্রায় ৪ বিলিয়ন ডলার। গত দশকে বেশি সংখ্যক মুভি এই কোম্পানি থেকে ই রিলিজ দেয়া হয়। কোম্পানিটির অধিনে রয়েছে ABC, Espn, এবং History channel. যখনি কোন বিনোদন মুলক ব্যাবসার কথা আসে তখন ই সবার আগে আসে পৃথিবীর সবচেয়ে পাওয়ার ফুল কোম্পানি walt Disney র কথা। 


০১. Alphabet Inc
কোন সন্দেহ ছাড়াই গুগুল ফোরবস এর তালিকায় সেরা ব্রান্ড ব্যালুর একটি কোম্পানি। এবং গুগুলের আয় ছিল প্রায় ৫৬ বিলিয়ন ডলার। গুগুল প্রতি সেকেন্ডে প্রায় ৪০০০০ সার্স question হেন্ডেল করে থাকে। এবং youtube  পৌঁছে গেছে 1.8 বিলিয়ন ইউজারের একটি তালিকায়। কিন্তু আপনি কি জানেন গুগুল ও কিন্তু অন্য আর একটি কোম্পানির সহ প্রতিষ্ঠান মাত্র, ঠিক ধরেছেন গুগুল হচ্ছে alpabetic inc র সহ প্রতিষ্ঠান। গুগুলের দুই সহ প্রতিষ্ঠাতা larry page এবং sergey Brin, ২০১৫ সালে  alpabetic inc প্রতিষ্ঠা করেন। youtube, chrome, Android, Google mape, cloud, earth, সহ আমাদের ধারনার মধ্য যত কম্পাণি গুগলের ছিল সেগুল আসলে Alpabet Inc র সহ প্রতিষ্ঠান মাত্র।  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here