০১. ব্যতিক্রমী গাড়ির তৈরি এবং বিক্রি করার যৌথ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে, রোলস অ্যান্ড রয়সেস 1904 প্রতিষ্ঠা করা হয়।
০২. ভল্কসয়াগন রলস রয়লেস্কে বি এম ডব্লিউর কাছে বিক্রি করে দেয়ার পর বি এম ডব্লিউ গুডউডে নতুন একটি কারখানা তৈরি করে রলস রয়েলসের জন্য।
০৩. প্রাথমিক ভাবে একটি রোলস রয়েলস তৈরি করেতে ২০০ জন মানুষ কাজ করে।
০৪. ১৯২০ সালে ভারতীও রাজা স্নুবেদ ৬টি রোলস রয়েলস কিনেছেলেন, এবং সেগুলোকে ময়লা আবর্জনা পরিস্কার করার কাজে ব্যাবহার করেছিলেন।
০৫.রোলস রয়েলস তাদের প্রথম কার তৈরি করে, যার নাম হচ্ছে সিল্ভার ঘোস্ট। এবং এটি একটানা ২৪০০০ কিলোমিটার চলার রেকর্ড করে।
.
০৬.ঘোস্ট এবং উরথ বাজারে আসার পর পর রোলস রয়েলস্কে তাদের কম্পানিতে প্রায় ১৪০০ কর্মি নিওগ দিতে হয়।
০৭. এ পর্যন্ত তৈরি করা ৬৫ রোলস রয়েলস কার এখনো সদর্পে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে।
০৮. বি এম ডব্লিউর মালিকানাধিন হয়ার পর রোলস রয়েলস প্রথম তাদের কোন কার বাজারে নিয়ে আসেন। যার নাম ছিল রোলস রয়েলস পেন্টম।
০৯। রোলস রয়েলসকে আরও বেশি কাস্টমারের পছন্দের তালিকায় নিয়ে আসার জন্য তারা প্রায় ৪৪০০ ভিন্ন ভিন্ন রঙের ঘাড়ি বাজারে ছাড়ে।
১০. রোলস রয়েলস পেন্টম জার্মানে তৈরি হয়, এবং প্রতিটি পেন্টম তৈরি করতে প্রায় ২ মাস সময় লাগে। এবং এতে প্রায় ২০০ এল্মুনিয়াম পার্ট আছে, এবং ৩০০ এল্যায় পার্ট রয়েছে। যা সম্পূর্ণ ভাবে হাতে তৈরি।
১১. রোলস রয়েলস পেন্টমে ব্যাবহার করা হয়েছে ভি ১২ ইঞ্জিন, যা গাড়িটিকে ০-১০০ কিলো গতিতে নিতে মাত্র ৫.৯ সেকেন্ড সময় নেয়।
১২. সরিট অফ এস্টাসি কে আবার এমিলি, সিল্ভার লেডি, বা ফ্লাইং লেডি নামে ও ডাকা হয়। এলেয়ানর থরন্টন নামে এক মহিলার নামে এই ডিজাইনটি করেন ইংলিশ ভাস্কর রবিন্সন স্কাইস। বর্তমানে স্প্রিট অফ ইস্টাসির বাজার মুল্য ৪০ মিলিয়ন, এটি রোলস রয়েলসের সামনে থাকে, এবং এটি রিমট কন্ট্রোল একটি সিম্বল।
১৩. পেন্টমের দরজায় একধরনের ছাতা আছে, একটি স্পেশাল বাটনে টাচ করলে এটি স্বয়ংক্রিয় ভাবে ভেরিয়ে আসে।
১৪. চাহিদা বেড়ে যাওয়ায় রলস রয়েলস তাদের উৎপাদন বারিয়ে এখন দিনে ২০ তে নিয়ে গিয়েছে।
১৫. রোলস রয়েলস কমিট্মেন্ট করেছে যে তাদের পরবর্তী কারটি হবে সম্পুর্ন স্বয়ংক্রিয় এবং হতে পারে ড্রাইভার ছাড়া চলতে পারে এমন কোন কার। যার নাম হবে Rolls Royce 103EX
১৬. রোলস রয়েলস তৈরি করেছিল পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী জেট ইঞ্জিন কনকর্ড।
১৭. রোলস রয়েলস নিয়ে এখানে এ শেষ নয়, কারন তারা তৈরি করে নিউক্লিয়ার রিএক্ট্রর, এবং পৃথিবীর সেরা জেট ইঞ্জিন। সহ বিভিন্ন ধরনের পাওয়ার উথপাদনের কাজ।
No comments:
Post a Comment