সামরিক অস্ত্র উৎপাদন কারী সবচেয়ে বড় ১০ টি কোম্পানি - Eagle Eyes

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 7, 2018

সামরিক অস্ত্র উৎপাদন কারী সবচেয়ে বড় ১০ টি কোম্পানি

পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র উথপাদন কারী প্রতিষ্ঠানের নাম কি? কোন কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উথপাদন করে? অস্ত্র বিক্রি করে সবচেয়ে বেশি অর্থ উপারজন করে কোন দেশ? ওকে জানা নেই? চলুন তাহলে এই ভিডিও টি দেখুন।



১০. লিওনার্দো বা ফাইন মেকানিকা (ইতালি)
সাধারণত ফাইন মেকানিকা নামে ই বেশি পরিচিত। ইতালির এই কোম্পানিটি উৎপাদন করে ওয়েয়াপন সিস্টেম, হেলিকাপ্টার, আরমর ভেসেল। এবং এয়ারক্রাপ্ট কম্পনেন্ট সহ আরও অনেক কিছু। তারা স্পেস নিয়ে ও কাজ করে এবং সাইবার সিকুরিটি নিয়ে কাজের বেশ ভাল রেকর্ড রয়েছে তাদের। গত বছর তারা আয় করেছে প্রায় ২০ বিলিয়ন ডলার শুধু মাতর অস্ত্র বিক্রি করে। 


০৯. এয়ারবাস গ্রুপ
বোইং এর মতো এয়ারবাস কে ও আমরা সবাই জানি যে শুধু মাত্র যাত্রীবাহী বিমান তৈরি করে থাকে, কিন্তু বাস্তবতা হচ্ছে, এয়ারবাস ১৮ শতাংশ বার্শিক আয় করে থাকে শুধু মাত্র সামরিক অস্ত্র তৈরি করে। কমার্শিয়াল এয়ারক্রাপ্ট এর বাইরে তারা তৈরি করে, হেলিকাপ্টার, ডিপেন্স সিস্টেম, স্পেস সিস্টেম সহ আরও অনেক অস্ত্র সস্র। গত বছর তারা আয় করেছিল প্রায় ১৪ বিলিয়ন ডলার। 


০৮. এল ৩ টেকনলজিস
এল ৩ টেকনলজি একটু ভিন্ন কারন তারা মরন অস্ত্র তৈরি করার চেয়ে তারা মরন অস্ত্র রক্ষা করার কাজটি বেশি করে থাকে। তারা আমেরিকান সরকারে বিভিন্ন ধরনের মরন অস্ত্র কনট্রোল সিস্টেম নিয়ে কাজ করে থাকে। এছাড়া তারা ভিবিন্ন ধরনের মিলিটারি সিকিউরিটি নিয়ে কায করে। গত বছর এল ৩ আয় করেছে ৮ বিলিয়ন ডলারের ও বেশি। 


07. উনাইটেড টেকনোলজিস
ব্লাক হক ডাউন মুভিটা আপনি দেখেছেন? অথবা যুদ্দু ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হেলিকাপ্টারের কথা কি আপনার জানা আছে? তবে জেনে নিন সেটি হচ্ছে ব্লাক হক। আমেরিকান সেনাবাহিনিতে সবচেয়ে বেশি ব্যাবরিত হেলিকাপ্টারের নাম হচ্ছে ব্লাক হক। পাশাপাশি এই সামরিক যানটি অনন্য অনেক দেশের কাছে ও আছে। উনাইটেড টেকনলজি সবচেয়ে বেশি উৎপাদন করে বাল্ক হক।, এছাড়া তারা বিভিন্ন ধরনের এয়ার ক্রাপ্ট ইঞ্জিন তৈরি করে থাকে। তারা তাদের আয়ের ১০% পেয়ে থাকে আমেরাকান সরকারের বিভিন্ন সামরিক যান তৈরি করে। প্রায় ১০ বিলিয়ন ডলার তারা আয় করেছে গত বছর।


০৬. জেনারেল ডায়নামিক 
আমেরিকার ভারজিনিয়াতে অবস্থিত জেনারেল ডায়নামিক, আমেরিকান আর্মির ব্যাবরিত এম১ আব্রামস ট্যাঙ্ক জেনারেল ডায়নামিকের তৈরি। এর বাইরে কোম্পানিটি তৈরি করে এয়ারোস্পেস, মিলিটারি কম্বেট সিস্টেম, মিসন সিস্টেম, এবং মেরিন সিস্টেম, তাদের তৈরি বেশ কিছু সাবমেরিন এই মুহর্তে আমেরিকান নেভিতে ভাল্ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া তাদের ইনফরমেশান টেকনলজি সিস্টেম বেশ শক্তিশালী। গত বছর তারা বিক্রি করেছে প্রায় ২২ বিলিয়ন ডলারের অস্ত্র।


০৫.রিথিওন
রিথিওন একমাত্র কোম্পানি যারা মিসাইল এবং ওয়েয়াপন সিস্টেম তৈরি করে বিমান বাহিনির জন্য। এর বাইরে তারা আমেরিকার নেভির জন্য নেভাল ভেসেল ও তৈরি করে থাকে। তাদের তৈরি ক্রিত মরন অস্ত্রের মধ্যে রয়েছে, মিসাইল সিস্টেম, কমান্ড এন্ড কনট্রোল সিস্টেম, সেন্সরস এন্ড লামিং, ইলেক্ট্রিক ওয়ারফেরস সিস্টেম, সহ তারা সাইবার সিকিউরিটি নিয়ে ও কাজ করে। কম্পানিটির তৈরি করা অস্ত্র পৃথিবীর নামি দামী প্রায় সব দেশের কাছে ই রয়েছে, যেমন জাপান, জার্মান, ভারত, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইতালি সহ আরা অনেক দেশ। ২০১৫সালে তারা সারা বিশশে ২২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। এবং তাদের নেট প্রপিট ছিল ২ বিলিয়ন। রিথিওন আমেরিকান সরকারের সবচেয়ে বড় বিশ্বস্ত অস্ত্র উৎপাদন কারী প্রতিষ্ঠান ও বটে। 


০৪. নর্থরুপ গ্রুমম্যান করপরেশান
নর্থরুপ গ্রুমম্যান করপরেশান হচ্ছে বিশ্বের ৪র্থ তম বড় অস্ত্র উৎপাদন করা কোন কোম্পানি। আমেরিকার নেভির সবচেয়ে বেশি অস্ত্রের জগান দাতা কোম্পানিও এটি। আমেরিকার বর্তমান নেভিতে যত নিমিটজ ক্লাস কেরিয়ার রয়েছে তার সবই নর্থরুপ গ্রুমম্যান করপরেশান এর তৈরি করা। ২০১২ সাল থেকে ১৮ সাল পর্যন্ত কোম্পানিটি প্রায় ৯.৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম তৈরি করেছে শুধু আমেরিকান সরকার এর জন্য। স্পেস সিস্টেম, নেভিগেশান সিস্টেম, নেভি সিস্টেম, মিসাইল ডিফেন্স সিস্টেম, মিলিটারি এভিয়েশান সিস্টেম সহ আরও অনেক গুরত্তপুরন কাজ ও তারা করে থাকে। 


০৩.বোয়িং
আমরা সবাই মোটামোটি এটা জানি যে বোয়িং যাত্রীবাহি বিমান তৈরি করে। কিন্তু আমরা আসল সতিটা সেভাবে জানিনা। বোয়িং ২০১৫ সালে শুধু ২৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে, যা কোম্পানি টির সমগ্র বিক্রির ২৯ শতাংশ। এট্যাকিং হেলিকাপ্টার, এপাছি, এয়ারফরস ওয়ান, বি-৫২, চিনুক, এম কিউ ২৫, আইছিবিএম সহ প্রায় সব ধরনের সামরিক অস্ত্র বোয়িং উৎপাদন করে থাকে। এছাড়া বোয়িং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য ও কাজ করে যাচ্ছে। Phantom Express, Boeing Satellite Family, crew space Transportation, Global Postioning system, International Space Station, Space launch system, সহ আরও অনেক কাজ বোয়িং করে থাকে। 
বিশ্বের নামকরা প্রায় সব দেশ ই আছে বইং এর তালিকায়, বাদ যায়নি বাংলাদেশের নাম। বাংলাদেশ বয়িং থেকে জাতিরি বাহি বিমান ক্রয় করে থাকে।    


০২. বেয় সিস্টেম
ব্রিটিশ এরো স্পেস কোম্পানি যার সঙ্খিপ্তা নাম হচ্ছে বেয়।  ইউকের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদন কারী প্রতিষ্ঠান হচ্ছে বেয় সিস্টেম। কোম্পানিটি ২০১৫ সালে ২৬ বিলিয়ন ডলারের অস্ত্র উৎপাদন করেছে। যাদের আছে ৯৮০০০ কর্মী পুরো ইউকে জুড়ে। তাদের উৎপাদিত অস্ত্রের মধ্য রয়েছে টর্নেডো অয়ারপ্লেন, চ্যালেঞ্জের ট্যাঙ্ক, ড্রোন, মিলিটারি ব্যাচেলস, মিসাইল, ছোট এমনিসাআন, এবং যুদ্ধ জাহাজ।  পাশাপাশি তার ব্রিটিশ আর্মির সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতাও। অস্ত্র বিক্রি করে তারা প্রায় ৯৫ শতাংশ লাভ করে থাকে, গত বছর নেট প্রপিট ছিল ১.৬৭ বিলিয়ন ডলার।


০১. লকিড মারটিন
লকিড মার্টিন আমেরিকার একটি অস্ত্র উথপাদন কারী প্রতিষ্ঠান, আমেরিকার মেরিল্যান্ডে অবস্থিত কম্পানিটি প্রতি বছর গড়ে প্রায় ৳৭৩ বিলিয়ন ডলারের অস্ত্র উৎপাদন করে থাকে। ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত তারা প্রায় ৮০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে।  তাদের রয়েছে প্রায় ১৩২০০ কর্মী সারা আমেরিকা জুড়ে। কোম্পানিটি আমেরিকান সরকারের ও সবচেয়ে বড় কন্টাক্টর। প্রতি বছর তারা আমেরিকান সরকারের ১০% সামরিক সরঞ্জাম তৈরি করে থাকে। এবং আগামী কয়েক বছরের জন্য তারা যে অস্ত্র উৎপাদন করবে তার বেশির ভাগ অস্ত্র কিনবে সৌদি আরব। তাদের উৎপাদিত অস্ত্রের মধ্য রয়েছে, সামরিক বিমান, ফাইটার হেলিকাপ্টার, মিসাইল, রাডার সিস্টেম, সামরিক রণতরী, ডেস্ট্রয়ার, ব্যালিস্টিক মিসাইল, এফ ৩৫ ফাইটার জেট, ফ্রিগেট, ড্রোন, সামরিক কম্পিউটার স্পেস।   অস্ত্রের পাশাপাশি তারা উৎপাদন করে থাকে যাত্রী বাহি বিমান, বৈদ্যুতিক সরঞ্জাম, আধুনিক রেলওয়ে মেনেজমেন্ট এবং নাসার স্পেস সেন্টারের প্রয়জনিও কাজ ও তারা করে থাকে।  

ধন্যবাদ.


       




BG   M U S I C: Ready_and_Steady (CC)

I N Q U I R I E S: semssteven7@gmail.com & beingbangali7@gmail.com

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here